হাফিজার রহমান, আদমদীঘি (বগুড়া) : মঙ্গলবার বেলা ১২ টায় আদমদীঘির সান্তাহারে হরতাল সমর্থকদের হাতে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছেন এবং তার ব্যবহৃত মোটর সাইকের ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক সহ বিএনপির শীর্ষ নেতারা তাকে উদ্ধার করে স্থানীয় ইসলামি ব্যাংকের ভিতর নিয়ে রক্ষা করেন। বেলা ১ টায় সেখান থেকে পুলিশ প্রহরায় উপজেলা বাস ভবনে নিয়ে আসা হয়।
জানাযায়, ১৮ দলীয় জোটের ডাকে ৬০ ঘন্টা হরতালের প্রথন দিন রবিবার আদমদীঘির সান্তাহারে পিকেটারদের হাতে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদককে মারপিট করে তার মোটর সাইকেল ভাংচুর ও আন্তঃনগর তিতুমির ট্রেনের গ্লাস ভাংচুর সংক্রান্ত ঘটনায় বিএনপি যুবদল ও ছ্ত্রদলের ৩২ জনের বিরুদ্ধে আদমদীঘি ও সান্তাহার রেলওয়ে জিআরপি পৃথক দু’টি মামলা হয়। ওই মামলা প্রত্যহারের দাবীতে সান্তাহার ১৮ দলীয় জোটের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় সান্তাহারে প্রতিবাদ সভা আহবান করা হয়। উপহার সিনেমা হলের সামনে অস্থায়ী মঞ্চ তৈরী করে সভা চলাকালে বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর মোটর সাইকেল যোগে দায়িত্ব পালনের উদ্দ্যেশ্যে ওই পথ দিয়ে সান্তাহারে যাবার সময় পিকেটারা তার পথরোধ করে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে এবং শারীরিক ভাবে লাঞ্চিত করে তার ব্যবহৃত মোটর সাইকেলটি ভাংচুর করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ করেননা। থানার অফিসার ইনচার্জ জানান এখনও মামলা হয়নি।
