হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর-কিশোরগঞ্জ সড়কে ওই দূর্ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ রুবায়েদ (৭) স্থানীয় জগদল গ্রামের নজরুল ইসলামের পুত্র।
জানা যায়, রবিবার সন্ধ্যায় লাকুহাটি গ্রামের কাসেম মেম্বারের বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী অটোরিক্সা রুবায়েদকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় দ্রুত কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই সে মারা যায়। রুবায়েদ নানার বাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।