টাঙ্গাইল সংবাদদাতা : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্র“পের মধ্যে সংঘর্ষের জের ধরে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আলীম (২৮) কে কুপিয়ে হত্যা করেছে দলীয় প্রতিপক্ষ। ২৮ অক্টোবর সোমবার দুপুরে স্থানীয় গোড়াই এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে সোমবার সকালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে পিকেটিং শুরু করে। সকাল ১১টার দিকে গোড়াই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ফিরোজ হায়দার গ্র“পের নেতাকর্মীদের সঙ্গে আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ গ্র“পের নেতাকর্মীদের বাদানুবাদের এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। ওইসময় উভয়পক্ষের অন্তত: ১৫ জন আহত হয়। এরপর পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত হলেও ওই সংঘর্ষের জের ধরে পরবর্তীতে দুপুরে ফিরোজ হায়দার গ্র“পের আব্দুল আলীমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে আবুল কালাম আজাদ গ্র“পের নেতা-কর্মীরা। পরে হাসপাতালে নেওয়ার পথে আলীম মারা যায়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ওই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দলীয় কোন্দলে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা আব্দুল আলীম নিহত হয়েছেন। আলীমের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিয্গো পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
