ঝালকাঠি সংবাদিদাতাঃ- ঝালকাঠিতে হরতালের দ্বিতীয় দিনেও দূরপালাসহ আভ্যন্তরিন সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজাপুর উপজেলা জামাতের আমির মোঃ মোস্তাফিজুর রহমান (৫০) ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি ওয়ার্ড যুবদল সম্পাদক মোঃ আল মামুন (৩০)বিনয়কাঠীর ওয়ার্ড সাবেক ছাত্রদল সভাপতি মোঃ আজমল হোসেন (২১) সহ বিএনপি ও তার অংগসংগঠনের ৫ নেতাকর্মিকে গ্রেফতার করেছে। নাসকতা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ শহরে হরতাল বিরোর্ধী মিছিল সমাবেশ করেছে। ফায়ার সার্ভিস মোর থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
