শ্যামলবাংলা ডেস্ক : রবিবার এক বিবৃতিতে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা জানান, সব রাজনৈতিক দলের প্রতি আমেরিকার বার্তা এই যে সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয় এবং এটা গ্রহণযোগ্য নয়।
দুই নেত্রীর টেলিসংলাপে ‘অনুপ্রানিত’ হয়েছেন উলেখ করে তিনি বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পাদনের জন্য একটি সর্বসম্মত উপায় খুঁজে বের করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপে বসার জন্য অব্যাহতভাবে আহ্বান জানাচ্ছে।
তিন দিনের হরতাল শুরুর আগের দিন থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে বোমাবাজি ও গাড়ি পোড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মজিনা বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো যদিও মৌলিক গণতান্ত্রিক অধিকার, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সহিংসতা কখনোই কোনো কিছুর জবাব হতে পারে না।”
সহিংসতার পথ ছেড়ে শান্তিপূর্ণ সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত