রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে হরতালে পুলিশের গুলিতে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১৯

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৭, ২০১৩ ৯:১০ অপরাহ্ণ

Hortal-Photo-1[1]মনির হোসেন বাবুল, রামগঞ্জ (লক্ষ্মীপুর) : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিন উত্তপ্ত হয়ে উঠেছে রামগঞ্জ উপজেলা সদর। পুলিশের গুলিতে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১৯ জন। গুলিবিদ্ধ ও গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউপির পশ্চিম শেখপুরা গ্রামের নোয়াবাড়ী ও মুন্সিবাড়ী সংলগ্ন ওয়াপদা সড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে সড়ক অবরোধ করে রাখে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে রামগঞ্জ পৌর শহর থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা ১০/১৫টি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে গিয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সকাল ১১টার দিকে থানা পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা একত্রিত হয়ে হরতাল সমর্থকদের ধাওয়া করে। ওইসময় হরতাল সমর্থকরা পাশ্ববর্তী নোয়াবাড়িতে আশ্রয় নিলে পুলিশের গুলিতে ওই বাড়ির আমেনা বেগম (৪৩), শাহিনুর বেগম (২৭), স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী আলামিন হোসেন (২২), মোঃ তুহিন (১৮), আরিফ হোসেন (২০) নামের ৫ জন গুলিবিদ্ধ ও কাঞ্চনপুর ইউপি যুবদলের সভাপতি আলী হোসেন মাস্টার (৩৫), সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন (২৮) সহ ১৯ জন আহত হয়েছে।  সৃষ্ট ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলাব্যাপী পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এছাড়া উপজেলার করপাড়া, সমিতি বাজার, আলীপুর এলাকায় হরতাল সমর্থনে লক্ষ্মীপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রামগঞ্জ সরকারি কলেজের প্রথম ভিপি আবদুর রহিমের নেতৃত্বে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হরতালে সল্প সংখ্যক রিকশা ব্যাতিত অন্য কোন যানবাহন চলাচল না করায় উপজেলাবাসীর জীবন-যাত্রা ও কাজ-কর্ম স্থবির হয়ে পড়ে। ব্যাংক-বীমা ও সল্প সংখ্যক ব্যবসায় প্রতিষ্ঠান খোলা থাকলেও অন্য দিনের তুলনায় উপস্থিতির হার ও লেনদেন ছিল খুবেই কম। বিগত হরতালের ন্যায় এ হরতালেও নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে ও অবস্থান নিতে দেখা যায়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!