রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোর উপজেলা চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমা বিস্ফোরন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৭, ২০১৩ ৮:০১ অপরাহ্ণ

Bomb_bishforonইয়ানুর রহমান, যশোর : যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদারকে লক্ষ্য করে হরতাল সমর্থকরা ১৫টি বোমা বিস্ফোরন ঘটিয়েছে। ২৭ অক্টোবর রবিবার  দুপুরের পর যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওই বোমাবাজির ঘটনা ঘটে। একই সাথে গুলি বর্ষনের ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।
জানা যায়, যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় হরতাল সমর্থকদের হামলায় নিহত যুবলীগ নেতা শিমুলের লাশ দেখতে যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে যান। ওই সময় দড়াটানায় পিকেটিংরত শিবির ও বিএনপি কর্মীরা হাসপাতালের সামনে অবস্থান নেয়। এরপর তারা হাসপাতাল প্রাঙ্গনে বোমা ও গুলি বর্ষন শুরু করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে গোটা এলাকা নিস্তব্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিলে শিবির ও বিএনপি কর্মীরা এলাকা ত্যাগ করে।
যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার আমাদের প্রতিনিধিকে বলেন, আমি হাসপাতালে ঢোকার পর ওই ঘটনা ঘটে।
যশোর মডেল থানার ওসি এমদাদুল শেখ জানান,এখানে যখন বোমাবাজির ঘটনা ঘটেছে তখন যশোর সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার হাসপাতালের ভিতরে অবস্থান করছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!