এম. এ করিম মিষ্টার, নীলফামারী : মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে নীলফামারীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মুক্তিযুদ্ধের উপর চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারে ওই কর্মসূচির সূচনা করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আহসান রহিম মঞ্জিল জানান, জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও সদর উপজেলাসহ নীলফামারীতে ৩১ অক্টোবর পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। মুক্তিযুদ্ধ-এর ইতিহাস নতুন প্রজম্মের কাছে তুলে ধরাই ওই কর্মসূচি বলে জানান তিনি।