দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে বিএনপি কর্মীরা দূর্গাপুর উপজেলার জানজাইল বাজার এলাকায় মিছিল পিকেটিং ও টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করলে পুলিশ পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় সবুজ নামে এক পিকেটারকে আটক করে পুলিশ।
দুপুরে দুর্গাপুর পৌরসভার উৎরাইল বাজারে বিএনপি কর্মীরা মিছিল করে যানবাহন চলাচলের বাধাসহ পিকেটিং ও টায়ারে আগুনদিয়ে রাস্তা অবরোধ করলে পুলিশ পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং মিরাজ আলী নামে একজনকে আটক করে।
