তানোর প্রতিনিধি : ১৮ দলের টানা ৬০ ঘন্টার হরতাল রাজশাহীর তানোরে আধাবেলা পালিত হয়েছে। গতকাল রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করা হয়। হরতাল চলাকালিন সময়ে তানোর সদরে কোন দোকানপাঠ খুলতে ও ভারী যানবাহন চলাচল করতে দেখা যায় নি। পরে জামায়াত ও বিএনপি’র হরতাল সর্মথকরা থানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে ফিরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন তানোর থানা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোলা, সাধারণ সম্পাদন মফিজ উদ্দিন, সিনিয়র সহসভাপতি মুনসুর রহমান, সহসভাপতি ওমর আলী, তানোর পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শ্রী বিশ্বনাথ সরকার, পাঁচন্দর ইউনিয়ন বিএনপি সভাপতি ও চেয়ারম্যান মমিনুল হক মমিন, থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, তানোর পৌর যুবদলের সভাপতি আবদুল মান্নান, থানা ছাত্রদলের সভাপতি আবদুল মালেক, তানোর থানা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ সৈয়দ, জেলা ছাত্র শিবিরের সভাপতি আবদুল কাদের, তানোর পূর্ব ছাত্র শিবিরের সভাপতি জুয়েল রানা, সেক্রেটারী সাদিকুল ইসলাম, তানোর পশ্চিম সভাপতি আবু হানিফ, সেক্রেটারী তারেক রহমান, তানোর উত্তর সভাপতি মামুনুর রশিদ, তানোর দক্ষিণ সভাপতি সোয়াবুর রহমান, সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমূখ।
অপরদিকে, উপজেলার মুন্ডুমালা সদরে হরতালের সমর্থনে বিক্ষোপ মিছিল বের করা হয়। মিছিল শেষে মুন্ডুমালা চারমাথার মোড়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুন্ডুমালা পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কাউন্সিলর আতাউর রহমান, সহসভাপতি আফসারুজ্জামান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মুন্ডুমালা পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ কবির, প্রমুখ।
