ঠাকুরগাও সংবাদদাতা : ২৫ অক্টোবর দুপুর ১২ টার দিকে ঠাকুরগায়ের পীরগঞ্জ উপজেলা শহরে বিএনপি জোটের পিকেটিংকালে আওয়ামীলীগের হরতাল বিরোধী একটি মিছিল থেকে পূর্ব চৌরাস্তা প্রিয়াঙ্কা মোড়ে অবস্থানরত পিকেটারদের উপর হামলা করলে তারা দ্রুত পিকেটিংস্থল থেকে কেটে পড়ে।
এ সময় বিএনপি নেতাদের কয়েকজন প্রিয়াঙ্কা রেস্তোরায় ঢুকে পরলে সেখানেও চড়াও হয় হরতাল বিরোধীরা। পরে হরতাল বিরোধীরা পিকেটারদের চারদিকে খোজাখুজি করে। পরে বিএনপি জোট লাঠি সোটা নিয়ে শহরের সিনেমা হল এলাকা থেকে মিছিল সহ পশ্চিম চৌরাস্তার দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ তাদের মিছিল থামিয়ে দেয়।
ইট পাটকেল নিক্ষেপ, ব্যানার ভাঙ্গা ও ধাওয়ার ঘটনা ঘটলেও থানা পুলিশের তড়িৎ হস্তক্ষেপে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এদিকে দুপুর ২ টার দিকে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এর জন্মভূমি রুহিয়া থানা এলাকায় পিকেটিংকালে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছ্।ে এ ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের ১ম দিনে ঠাকুরগাও সদরে পিকেটাররা রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং বিদ্যুতের খুঁটি ফেলে চলাচলে বাধার সৃষ্টি করে। শহরের পুরাতন বাসস্ট্যান্ড খোচাবাড়ি, ভুলি¬তে ব্যারিকেট দিয়ে মহাসড়কে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেয়। পুরাতন বাসস্ট্যান্ড খোচাবাড়ি, ভুলি¬, গড়েয়া, ভেলাজানে বিএনপি জামাতের পিকেটাররা হরতলের সমর্থনে মিছিল করে। চৌরাস্তায়ায় নেতাকর্মীরা হরতালের সমর্র্থনে পিকেটিং করে।
এছাড়া জেলার পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায়ও সর্বাতœক হরতাল পালন করছে বিএনপি-জামাত জোটের নেতা-কর্মীরা। রানীশংকৈলে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় সেখানে টানটান উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হওয়ায় শনিবার রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ পৃথিষ কুমার সরকারকে প্রত্যাহার করে সেখানে দিনাজপুরের পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ মো: শওকত আলীকে বদলী করা হয়েছে। নবাগত ওসি শনিবারই রানীশংকৈল থানায় যোগদান করেছেন। পীরগঞ্জ উপজেলায় শনিবার সন্ধায় হরতালের সমর্থনে এ যাবৎ কালের রেকর্ড সংখ্যক জনসমাগম নিয়ে বিক্ষোভ করেছে বিএনপি-জামাত জোটের নেতা কর্মীরা। সেখানে বক্তব্য রাখেন জাহিদুর রহমান জাহিদ ও জিয়াউল ইসলাম জিয়া।