আজম রেহমান, ঠাকুরগাও : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে ঠাকুরগাওয়ে পিকেটাররা রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং বিদ্যুতের খুঁটি ফেলে চলাচলে বাধার সৃষ্টি করে। শহরের পুরাতন বাসস্ট্যান্ড খোচাবাড়ি, ভুলি¬তে ব্যারিকেট দিয়ে মহাসড়কে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেয়। পুরাতন বাসস্ট্যান্ড খোচাবাড়ি, ভুলি¬, গড়েয়া, ভেলাজানে বিএনপি জামায়াতের পিকেটাররা হরতলের সমর্থনে মিছিল করে। চৌরাস্তায় নেতাকর্মীরা হরতালের সমর্র্থনে মিছিল ও পিকেটিং করে।
এছাড়া জেলার পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায়ও সর্বাতœক হরতাল পালন করছে বিএনপি-জামাত জোটের নেতা-কর্মীরা। রানীশংকৈলে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় সেখানে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হওয়ায় শনিবার রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ পৃথিষ কুমার সরকারকে প্রত্যাহার করে সেখানে দিনাজপুরের পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ মো: শওকত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। শওকত আলী শনিবারই রানীশংকৈল থানায় যোগদান করেছেন। পীরগঞ্জ উপজেলায় শনিবার সন্ধায় হরতালের সমর্থনে এ যাবতকালের রেকর্ড সংখ্যক জনসমাগম নিয়ে বিক্ষোভ করেছে বিএনপি-জামায়াত জোটের নেতা কর্মীরা। সেখানে বক্তব্য রাখেন জাহিদুর রহমান জাহিদ ও জিয়াউল ইসলাম জিয়া।
জনমনে আতংক এবং উৎকন্ঠা বিরাজ করছে। হরতালে কোন যানবাহন রাস্তায় দেখা যায়নি।
