ঝালকাঠি সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালে প্রথম দিনে ঝালকাঠিতে শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। শনিবার রাতে শহরের বিভিন্নস্থানে একাধিক ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটলেও রবিবার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-পুলিশের তৎপরতা চোখে পড়ার মত। হরতালের প্রথম দিনে ১৮ দলীয় নেতাকর্মীদের তেমন কোন তৎপরতা না থাকলেও দূরপাল্লাসহ আভ্যন্তরিণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন সড়কে সরকার দলীয় নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।