হুমায়ুন কবির সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ পৌর এলাকায় অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। শনিবার ভোররাত চারটার দিকে বড় বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ’ ব্যাবসায়িদের সূত্রে জানা যায়, শনিবার ভোর রাত চারটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজারের কমল ঘোষের মুদি দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন আশে পাশের আরও ৬টি মুদি ও হার্ডওয়ারের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৬টি দোকান সম্পুর্ন ভস্মিভূত এবং ১টি দোকান আংশিক ভস্মিভূত হয়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার ব্রিগেডের সদস্যরা প্রায় ১ ঘন্টা পর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারি পরিচালক মোঃ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগ্নিকান্ডের সূত্রপাত হয়। প্রাথমিক ভাবে ভস্মিভূত দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।




