স্টাফ রিপোর্টার : হরতালের সমর্থনে শেরপুরে বিএনপির ডাকা মিছিল-সমাবেশ পুলিশের বাধার মুখে পন্ড হয়েছে। ২৬ অক্টোবর শনিবার দুপুরে বিএনপি’র ওই কর্মসূচির কারণে সকাল থেকেই পুলিশ অবস্থান নেয় রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে। এরপরও জেলা বিএনপির সাধারন সম্পাদক, সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে আইনজীবী নেতাদের সামনে রেখে শহরের গৃর্দানারায়নপুর এলাকা থেকে দু’শতাধিক নেতা-কর্মীর একটি মিছিল বের হয়ে রঘুনাথ বাজার এলাকায় মূল সড়কে ওঠতেই পুলিশ বাঁধা দেয়। এ অবস্থায় সেখানেই বিএনপি নেতা মাহমুদুল হক রুবেল ও অ্যাডভোকেট শাহীন হাসান খান সংক্ষিপ্ত বক্তব রেখে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
