মনির হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (ল²ীপুর) : রামগঞ্জে ১৮ দলের বিক্ষোভ মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে আওয়ামীলীগ ও বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের হামলা ভাংচুর ও পুলিশের উপর ইট পাটকেল ছুঁেড় ও লোকজন কে আহত করার ঘটনায় রামগঞ্জ থানা পুলিশ ৩৮ জনের নাম উলেখ করে অজ্ঞাত ৫শ জনকে আসামী করে আজ শনিবার রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে ।
সৃষ্ট ঘটনায় থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় সন্দেহভাজন ১১জনকে আটক করে শনিবার দুপুরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে ল²ীপুর কোর্টে সোপর্দ করে। এ সংবাদ জানাজানি হলে বিএনপি ও জামায়াতের ডাকা মিছিলে আসা লোকজনের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে । অনেক রাজনৈতিক নেতাকর্মী পুলিশি হয়রানি ও গ্রেফতারের ভয়ে এলাকা ছেড়ে গা ডাকা দিয়েছে ।
