এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারী জেলার ৯২টি কেন্দ্রে এবারে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৮ হাজার ৮৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ২৩১ জন ছাত্র এবং ২০ হাজার ৬৩৬ জন ছাত্রী রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্র জানায়, ৩৮ হাজার ৮৬৭ জনের মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় ১৬টি কেন্দ্রে ৫ হাজার ৮২ জন, জলঢাকা উপজেলায় ১৫টি কেন্দ্রে ৭ হাজার ৪৪৮ জন, ডিমলা উপজেলায় ১৫টি কেন্দ্রে ৭ হাজার ২০২ জন, ডোমার উপজেলায় ১৭টি কেন্দ্রে ৫ হাজার ৮৮৭ জন, নীলফামারী সদর উপজেলায় ২১টি কেন্দ্রে ৮ হাজার ৮২৪ জন এবং সৈয়দপুর উপজেলায় ৮টি কেন্দ্রে ৪ হাজার ৪২৪ জন পরীক্ষার্থী রয়েছে। গেল বছর জেলার মোট ৮৫টি কেন্দ্রে ৩৬ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯০৪ জর বেশি। এছাড়া এবারে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা জানান।
