নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রামে বিআরডিবির অফিসে দুটি কক্ষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কক্ষ দুটিতে রক্ষিত প্রয়োজনীয় অফিসিয়াল কাগজপত্রসহ আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার ভোরে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার ভোরে কে বা কারা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিআরডিবি অফিসের দু’টি কক্ষে অগ্নিসংযোগ করে। ফজরের নামাজ পড়তে যাবার সময় অফিসে পার্শ্বে আবাসিক এলাকার লোকজন আগুন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে এনে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই ঘটনায় বিআরডিবি অফিসার মসিউর রহমানের অফিস কক্ষ ও হিসাব শাখার অফিস কক্ষের কিছু গুরুত্বপুর্ন ফাইল ও চেয়ার টেবিল আগুনে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ব্যাপারে বিআরডিবি অফিসার মসিউর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
