চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের গুলিতে ৩ যুবদল কর্মী নিহতের প্রতিবাদে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা সদরে সমাবেশকারী কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদে ওই হরতাল ডাকে উপজেলা বিএনপি।
জানা যায়, শনিবার সকাল থেকেই অধিকাংশ দোকানপাট খোলেনি। উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। তবে ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বলে হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং দেখা যায়নি। উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলা বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন (৩২), বাবুল হোসেন (৩০) এবং ছাত্রদল নেতা আরিফ হোসেন (২৪) নিহত হয়। সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করে ২ হাজার ৫শ জনকে আসামী করে ৩ টি মামলা করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক।
