মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) ঃ প্রবীণ সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবর পত্র পত্রিকার সম্পাদক গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুতে কালীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। এ সময় সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, দৈনিক খবর পত্র সম্পাদক গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুতে জাতি এক বিবেকবান সাংবাদিক হারালেন। তাঁর শূন্যতা কোনদিন পূরণ হবেনা। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার বলেন, প্রয়াত গিয়াস কামাল চৌধুরী ছিলেন জাতির বিবেক। তাঁর মৃত্যুতে সাংবাদিক জগতের অপুরনীয় ক্ষতি হয়েছে। দেশ একজন প্রতিভাবান ব্যক্তিকে হারালেন। কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক, মোঃ আল আমিন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক, মোঃ জহিরুল ইসলাম, দপ্তর বিষয়ক সম্পাদক, খুশি খানম, সদস্য ও দৈনিক যুগান্তর কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফার, কাজী মোহাম্মদ ওমর ফারুক, মোঃ আশরাফুল হক শিশির, মোঃ হেলাল উদ্দিন খান, রফিক সরকার ও মোহাম্মদ আরমান মিয়া প্রয়াত সাংবাদিকের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
