আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় আওয়ামী লীগের সমাবেশের পাশে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে কলারোয়া থানায় রাতে মামলা হয়েছে।
জানা যায়, শুক্রবার দুপুর ১১টার দিকে কলারোয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশের কর্মসূচিতে যোগ দিতে কলারোয়া আসার পথে উপজেলার ছলিমপুর বাজার এলাকায় দূর্বৃত্তদের হামলার শিকার হন কয়েকজন নেতা-কর্মী। ওই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক সভার আয়োজন করে দলীয় নেতাকর্মীরা। সভার শেষ পর্যায়ে রাত ৯টার দিকে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে কলারোয়া থানায় শুক্রবার রাতেই একটি মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।
