স্টাফ রিপোর্টার : শেরপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০ আহত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের চাপাতলী মহল্লায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ১৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, চাপাতলী এলাকার ৫ কোটি টাকা মূল্যের প্রায় ২ একর জমি জামাল মেম্বার নামে এক ব্যক্তি পৈত্রিকসূত্রে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছে। সম্প্রতি ওই ভূমি হেলু নামে এক ব্যক্তি নিজের দাবি করে আদালতে মামলা দায়ের করে। ৩১ অক্টোবর পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে স্থানীয় এক প্রভাবশালীর নামে আমমোক্তারনামা দিয়ে দখল করে প্রাচীর নির্মাণের কাজ শুরু করে। ওই নিষেধাজ্ঞার উপর বুধবার জামাল মেম্বার গং হাইকোর্ট থেকে ৬ মাসের স্থগিতাদেশ এনে শুক্রবার সন্ধ্যায় কাজে বাধাদান করে। আর ওই ঘটনায় হেলু গংদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওইসময় উভয় পক্ষের অন্তত: ৩০ জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে ঘটনার বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
