মেহের আমজাদ, মেহেরপুর : লাইসেন্স বিহীনভাবে মুদির দোকানে শিশু খাদ্য বিক্রির অপরাধে মেহেরপুর শহরের ৪ টি দোকান মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পাতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাবরিনা সারমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মেহেরপুর শহরের থানা রোড এলাকার ফয়েজ স্টোর, গালিব স্টোর, আমান ট্রেডার্স ও মিজান স্টোরে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীনভাবে মুদির দোকানে শিশু খাদ্য বিক্রির অপরাধে দোকান মালিকদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।