এম লুৎফর রহমান নরসিংদী : রায়পুরা উপজেলার দুগম চরাঞ্চলে মির্জাচর ইউনিয়নের মির্জাচর গ্রামে ২৫ অক্টোবর শুক্রবার সকালে দুটি প্রতিদ্ব›দ্বী দলের মধ্যে এক সংঘর্ষে ২৫ আহত হয়েছে। এদের মধ্যে টেটাবিদ্ধ হোসেন মিয়া (৬০), সহ ৬ জনকে নরসিংদী সদর হাসপাতালে এবং অন্যান্যদের পার্শ্ববতী বি-বাড়ীয়া জেলার নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা হলেন, আমান উলাহ (২৫), নায়েম (২০), আসান উল্লাহ (২২), আশিকুর (১৭), সজিব (২০), বশির (২৫), লুৎফর (৩৮), জহর (৪০), তালেব (৩০), সাদীর (২৫), রায়হান (২৫) ও হেলাল (২৫)।
জানা গেছে, এলাকার আনছর আলী সমর্থক এবং তার প্রতিদ্ব›দ্বী মাধুর বাড়ী সমর্থক প্রায় শতাধিক লোক লাঠি, বলম, টেটা প্রভৃতি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পরে ২৫ জন আহত হয়। সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে মাধুর সমর্থকদের ৭/৮টি বাড়ী-ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার মাধুরবাড়ীর লোকজন আনসার আলীর সমর্থক আমান উলাহ (২৫) নামে এক যুবককে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ীতে ডেকে নিয়ে ব্যাপক মারধোর করে। পরে আমান উলাহ এ ঘটনাটি আনসার আলীকে জানালে আনসার আলীর সমর্থকরা শুক্রবার সকালে রনসাজে সজ্জিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে মাধুরবাড়ীর লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফরিদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
