শ্যামলবাংলা স্পোর্টস : মোহাম্মদ রফিককে ছাড়িয়ে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট উইকেট নেয়ার রেকর্ডটি এখন সাকিব আল হাসানের। এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিতেও রফিকের রেকর্ড ভেঙেছিলেন সাকিব। ১৮ টেস্টে ৬৬ উইকেট নিয়ে এতো দিন দেশের মাটিতে সবার উপরে ছিলেন রফিক। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ২০তম টেস্টে রফিককে পেছনে ফেললেন সাকিব।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন-বিরতির আগে নিউ জিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়ে রফিকের কাছ থেকে আরেকটি রেকর্ড কেড়ে নেন ক’দিন আগেই আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠা সাকিব। অভিষিক্ত পেসার আল-আমিন হোসেনের বদলে ১৩তম ওভারে বদলি বোলার হিসেবে বল করতে গিয়েও সাফল্য পান সাকিব। সেই ওভারের শেষ বলে শর্ট লেগে দ্বিতীয় প্রচেষ্টায় হামিশ রাদারফোর্ডের ক্যাচ ধরেন মমিনুল হক। পরের ওভারে দ্বিতীয় বলে সাকিব ফেরান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান পিটার ফুলটনকে। বলের লাইন বুঝতে না পেরে ছেড়ে দিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ফুলটন। ফুলটন তার ৬৭তম শিকার। পরে নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালামকেও সাজঘরে ফেরান তিনি। ১০০ টেস্ট উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের শীর্ষে ছিলেন রফিক। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টে রফিককে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নেন তিনি। ক্যারিয়ারের ৩২তম টেস্ট খেলা সাকিবের টেস্ট উইকেট ১১১টি। ৫ উইকেট নিয়েছেন ৯ বার।
