ads

শুক্রবার , ২৫ অক্টোবর ২০১৩ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃষ্টির কারণে ঢাকা টেস্ট ড্র

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৫, ২০১৩ ৮:২৫ অপরাহ্ণ

Musfiq-Mccullumশ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের চট্টগ্রাম টেস্টে ড্রয়ের পর ঢাকায় দ্বিতীয় টেস্টেও ড্রয়ের মুখই দেখলো। পুরো দিনটা খেলতে পারলে হয়তো একটা ফলাফলের ক্ষীণ আশা ছিল। কিন্তু বৃষ্টির বাধায় ধুয়ে মুছে গেল ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনের সব রোমাঞ্চ-নাটকীয়তা। ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হল সমতায়। নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ ড্র। এর আগে ৫ টি সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড।
মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টেস্টের প্রথম দুদিন বৃষ্টির বাগড়ায় দিনের শেষ সেশন খেলা বাতিল হয়েছিল। পরের দুই দিন বৃষ্টি না থাকা টেস্ট নিষ্পত্তির একটা সম্ভাবনা তৈরি হয়। কিন্তু পঞ্চম দিন কোনো বল মাঠে না গড়ানোয় খানিকটা হতাশা নিয়েই সিরিজ শেষ হল দু’দলের।
শুক্রবার সকাল ৯ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সাড়ে ৯টায় আম্পায়াররা প্রথম মাঠ পরিদর্শনে যান। বেলা ১০টায় আবার পরিদর্শনের পর সাড়ে দশটায় খেলা শুরুর সিদ্ধান্ত হয়। তবে ওই সিদ্ধান্তের পর আবার বৃষ্টি শুরু হওয়ায় আবার পিচ ঢেকে ফেলা হয়। বিরামহীন গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বেলা ২টার সময় পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারী ও দুই আম্পায়ার।
ড্র হওয়া ওই ম্যাচটিতেও ক্ষণে ক্ষণে পাল্টেছে ম্যাচের রঙ। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২০৮ রানের স্বস্তিকর জায়গা থেকে ২৮২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট নেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার নিল ওয়াগনার। জবাবে এই সিরিজেই অভিষিক্ত কোরি অ্যান্ডারসনের প্রথম শতকে ৪৩৭ রান করে নিউ জিল্যান্ড। দশমবারের মতো সাকিব আল হাসানের ৫ উইকেট প্রাপ্তির পরও ১৫৫ রানের লিড নেয় অতিথিরা।
টাইগারদের দ্বিতীয় ইনিংসের শুরুতে দুই উইকেট হারালেও মমিনুল হকের টানা দ্বিতীয় টেস্টে শতক ও দ্বিতীয় ইনিংসেও তামিম ইকবালের অর্ধশতকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর ৭ উইকেট হাতে নিয়ে ১১৪ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। এ নিয়ে টানা দ্বিতীয় সিরিজ ড্র করলো বাংলাদেশ। এর আগে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়। সব মিলিয়ে ৮১ টেস্ট খেলা বাংলাদেশের এটি দশম ড্র; আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১১ টেস্টে তৃতীয় ড্র। সিরিজ ড্রয়ে বাংলাদেশের টেস্টে রেটিং পয়েন্ট বাড়লেও নিউজিল্যান্ডের কপাল পুড়বে। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দলের সঙ্গে সিরিজ ড্র করায় তাদের রেটিং পয়েন্ট কমবে।

Shamol Bangla Ads

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ :
প্রথম ইনিংস: ২৮২ (তামিম ৯৫, মমিনুল ৪৭, মার্শাল ৪১। বোলিংয়ে- ওয়াগনার ৫/৬৪, সোধি ৩/৫৯) ও ২৬৯/৩
দ্বিতীয় ইনিংস: (তামিম ৭০, এনামুল ২২, মার্শাল ৯, মমিনুল ১২৬ (অপরাজিত), সাকিব ৩২ (অপরাজিত); ওয়াগনার ২/৫২, উইলিয়ামসন ১/৪৪)
নিউ জিল্যান্ড: ৪৩৭ (ফুলটন ১৪, রাদারফোর্ড ১৩, উইলিয়ামসন ৬২, টেইলর ৫৩, ম্যাককালাম ১১, অ্যান্ডারসন ১১৬, ওয়াটলিং ৭০, ব্রেসওয়েল ১৭, ওয়াগনার ৮, সোধি ৫৮, বোল্ট ৪। বোলিংয়ে- সাকিব ৫/১০৩, রাজ্জাক ২/৯৬, নাসির ১/৭, আল-আমিন ১/৫৮)

ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: মমিনুল হক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!