সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) : তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বরিশালের বাবুগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ ১৮ দলীয় জোট। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা বিমানবন্দর থানাধীন স্টীল ব্রীজের পশ্চিম পাড় থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাবুগঞ্জের কলেজ গেট সহ গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিন করে পূর্নরায় স্টীল ব্রীজের পশ্চিম পাড়ে গিয়ে শেষ হয়। মিছিলটি শেষ হওয়ার সাথে সাথে ১৮দলীয় ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ১৮দলীয় জোটের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বাবুগঞ্জ থানা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিমান বন্দর থানার সীমানা অংশে আইন শৃংখলা বাহিনীর কোন সদস্য না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় বক্তব্যে রাখেন বিএনপি নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অহিদুল ইসলাম পিন্স, সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আ. করিম হাওলাদার,আলমগীর হোসেন স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়উল হাসান রুবেল, বিএনপির সারোয়ার মাহামুদ সিকদার, মোস্তাফিজুর রহমান ফারুক মাস্টার, নজরুল ইসলাম বাদশা, জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবুল বাসার, বিএনপির নেতা হাবিবুর রহমান, যুবদল সভাপতি আওলাদ হোসেন, সাধারন সম্পাদক মহসীন আলম, বিএনপির নেতা আ. মালেক সিকদার, মনিরুজ্জামান মিল্টন, মাহাবুব হোসেন তালুকদার, জসিম উদ্দিন সিকদার, আলাউদ্দিন রাজ, কৃষকদলের সাধারন সম্পাদক কাওছার হোসেন, বাবুল আমীন, শ্রমিকদলের সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, যুবদল নেতা মিলন খান, আসাদুজ্জামান জেহাদ, এনামূল হক, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহবায়ক সেলিম সরদার, কাজী মহসীন, ছাত্রদল নেতা আরিফুর রহমান শিমুল সিকদার, রকিবুল হাসান খান রাকিব, আজিজুল হক, মাসুম রেজ রুবেল, নুরে আলম জোর্য়াদ্দার প্রমূখ।