ইয়ানুর রহমান : বেনাপোল চেকপোষ্টের নো-ম্যান্স ল্যান্ড থেকে বৃহস্পতিবার সকালে বিএসএফের হাতে নিহত অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বেনাপোল বন্দর থানার ওসি (তদন্ত) মাহাতাব জানান, ভারতের নিরাপত্তা বেষ্টনি তার কাটার পাশে মেহেগনি গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ সকাল ৯ টায় উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং হাতের কজ্বিতে যে দাগ রয়েছে তাতে ধারণা করা হচ্ছে গাছে ঝোলানোর আগে তার হাত দড়ি দিয়ে বাধা ছিল।
তিনি আরো বলেন, স্থানীয় এক যুবক জানিয়েছে, নিহত ব্যক্তি পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ার জন্য গত ২ দিন ধরে সে বেনাপোলের সাদিপুর সীমান্তে ঘোরা ফেরা করছিল।
