আজম রেহমান, ঠাকুরগাও : লাঠির সাথে ধানের শীষ বেঁধে ঠাকুরগাও শহরের দিকে যাওয়ার প্রাক্কালে ৩ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। ২৫ অক্টোবর শুক্রবার দুপুরের দিকে তাদের আটক করা হয়।
জানা যায়, জেলা শহরের সত্যপীর ব্রীজ এলাকায় ৩ যুবককে লাঠির সাথে ধানের শীষ বাধাবস্থায় দেখতে পেয়ে পুলিশের একটি দল তাদেরকে ধাওয়া করে। পরে শহরের হাজীপাড়া মির্জা রুহুল আমিন সড়কে তাদের আটক করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খান ওই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সম্ভাব্য নাশকতা এড়াতে তাদের আটক করা হয়েছে।
