ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিএনপি-আ’লীগের সংঘর্ষে পুলিশসহ ৩৫জন আহত হয়েছেন। ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছে।
রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক মাস্টার অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির অফিসের সামনে সমাবেশ চলাকালে আ’লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে ১৮ দলের ৩৫-৪০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন।
তবে, উপজেলা আ’লীগের সভাপতি সাইদুল হক দাবি করেছেন, আ’লীগের পথ সভায় বিএনপি-জামায়াত কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সংঘর্ষ বাধে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফয়সল মাহমুদ রানীশংকৈলে ওই সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, অনাকাংখিত ঘটনা সামাল দিতে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
