ঠাকুরগাঁও প্রতিনিধি : আন্তর্জাতিক খাদ্য দিবস ও গ্রো সপ্তাহ উপলে খাদ্য নিরাপত্তা ও সার্বভৌমত্ব অর্জনে এবং কৃষি পণ্যের লাভজনক মূল্য নির্ধারণে জাতীয় মূল্য কমিশন গঠনের দাবিতে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
২৫ অক্টোবর শুক্রবার সকালে চৌরাস্তা মোড়ে পিজিএসপি এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম প্রবাল চৌধুরি, আসাদুজ্জামান আসাদ, নাজমিন বেগম øিগ্ধা আলিমুজ্জামান শান্ত,মোবারক হোসেন, রিক্তা আক্তার, প্রমুখ।

বক্তারা জেলার খাদ্য নিরাপত্তা অর্জনে এবং কৃষি পণ্যের লাভজনক মূল্য নির্ধারণে জাতীয় মূল্য কমিশন গঠনের দাবি জানান।
এ কর্মসূচিতে শিক, ছাত্র, সাংবাদিক , এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
