ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে নাশকতার আশঙ্কায় উপজেলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে রাজাপুরের উপজেলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক ও ইছাহাক আলী মাদ্রাসার ভিপি মো. তাজ উদ্দিন (১৮), নবগ্রাম থেকে বিএনপির কর্মী মো. চান মিয়া সরদার (১৮), মো. মিরাজ হোসেন (২০), মো. আনিচ মৃধা (২০), নলছিটি উপজেলার দপদবিয়া গ্রাম থেকে মো. শাকিল হোসেন (২৫), মো. আনসার আলী (৩৫)।