চুয়াডাঙ্গা সংবাদদাতা : সরকারবিরোধী, উষ্কানিমূলক লিফলেট ও পোস্টারসহ বিভিন্ন কাগজপত্র ছাপানোর অভিযোগে বৃহ¯পতিবার বেলা ২টা থেকে ৪ টা পর্যন্ত ২ ঘন্টাব্যপী চুয়াডাঙ্গা জেলা শহরের বিভিন্ন প্রিন্টিং প্রেসে তলাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তারা ক¤িপউটারসহ প্রেসের তিন ক¤িপউটার অপারেটর নুর ইসলাম, ইদ্রিস আলী ও ফিরোজকে আটক করে।
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারবিরোধী, উষ্কানিমূলক লিফলেট ও পোস্টারসহ বিভিন্ন কাগজপত্র ছাপানোর অভিযোগে ৩ টি কম্পিউটারসহ ৩ জনকে আটক করা হয়েছে । আটককৃতরা হলেন- শিখা প্রিন্টিং প্রেসের নুর ইসলাম, নিউ চুয়াডাঙ্গা প্রিন্টার্সের ইদ্রিস আলী ও এম হুসাইন আর্ট প্রেসের ফিরোজ। এরা সবাই প্রেসের ক¤িপউটার অপারেটর। জব্দকৃত ক¤িপউটার পরীা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
