আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির সমাবেশ শেষে শুক্রবার পৌনে ৫টার দিকে আ’লীগ-বিএনপি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় গ্র“প অর্ধশতাধিক রাউন্ড গুলি করে। এ সময় পৌর এলাকা রণেেত্র পরিণত হয়। সংঘর্ষে উভয় গ্র“পের অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়। এছাড়াও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুররের ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকেলে গফরগাঁও উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে সমাবেশের আয়োজন করে বিএনপি। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতা-কর্মীরা সমাবেশে আসার পথে পৌর এলাকার ইমামবাড়ি, রেলওয়ে ষ্টেশান, তেতুলিয়াসহ বিভিন্নস্থানে আ’লীগ নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের বাধা দিয়ে মারধর করে। মারধরের খবর ছড়িয়ে পড়েলে বিএনপি নেতা-কর্মীরাও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রণপ্রস্ততি নেয়। তবে বিকেল ৪টার দিকে পৌর এলাকার শিবগঞ্জ রোডের বিএনপি দলীয় কার্যালয়ের প্রাঙ্গনে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে শান্তিপূর্নভাবে সমাবেশ করে বিএনপি। সমাবেশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর খায়রুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এবি সিদ্দিকুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক খালেকুজ্জামান চন্দন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুলাহ আল মামুন, উপজেলা ছাত্রদল আহবায়ক মাহিবুর রহমান নাসিম, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ সাদেক, পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে গফরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সকাল থেকেই পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
