মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টার অভিযোগে রাসেল মিয়া (২৮) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ অক্টোবর শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, উপজেলার সোম মুজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্রীকে একা পেয়ে দক্ষিণসোম গ্রামের নিজ বাড়ীর পূর্ব পাশ থেকে ৩ বখাটে যুবক তাকে বৃহস্পতিবার বিকেলে অপহরণ করে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে আটক করে ধর্ষনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে শুক্রবার সকালে মাদ্রাসা ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওইসময় পুলিশ ঘটনার সাথে জড়িত উত্তরসোম গ্রামের মো. হাশেমের ছেলে রাসেল মিয়াকে গ্রেফতার করলেও তার ২ সহযোগী একই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে এমারত হোসেন (৩০) ও দক্ষিণসোম গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে আবুল বাসার (৩০) পালিয়ে যায়। এব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
