মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আফসানা আক্তার (১৪)। সে বালীগাঁও গ্রামের আব্দুল হান্নানের মেয়ে।
জানা যায়, শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদারের নেতৃত্বে কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূইয়ার সহযোগিতায় কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও চৌধুরী বাড়ী এলাকায় কনের বাড়ীতে গিয়ে বিবাহ অনুষ্ঠানে খাওয়া-দাওয়া চলাকালীন সময়ে অনুষ্ঠানের প্যান্ডেল, গেইট তছনছ করে বিবাহ বন্ধ করে দেওয়া হয়। পরে কনের অভিভাবকদেরকে উপস্থিত সকলের সামনে অপ্রাপ্ত বয়সে বিয়ে না দেয়ার প্রতিশ্র“তি নিয়ে প্রশাসন চলে যায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার কনের অভিভাবক ও আত্মীয়-স্বজনদের উদ্দেশ্যে কঠোরভাবে বলেন, যদি চলে যাওয়ার পর পরবর্তীতে ১৮ বছরের পূর্বে কোন দিন বিয়ে দেওয়া হয়েছে বলে শোনা যায়, তবে কনের পিতাকে জেলখানায় পাঠানো হবে। বরের বাড়ী কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া গ্রামে বলে জানা গেছে।
