মৌলভীবাজার প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামের প্রবাসী ছমছু মিয়ার শিশু পুত্র নাহিদ হাসান পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশুর বয়স ১৪ মাস। ২৫ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পড়লে অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২ টায় পানিতে ভেসে উঠা লাশ উদ্ধার করা হয়।
