চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার মিন্টু (৫৫) নামে এক কৃষক নিজের পোষা একটি গরু ঢাকা গাবতলী কোরবানির পশু হাটে নিয়ে আসে বিক্রির করার জন্য। আশানারুপ ৯৫ হাজার টাকা দামে গরুটি বিক্রি কররেও সেই টাকা নিয়ে তার আর বাড়ি ফেরা হয়নি। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব কিছু খুইয়ে অবশেষে ১০ দিন পর লাশ হয়ে বাড়ি ফিরল মিন্টু। সে উপজেলার কুঠিপাড়ার মৃত. তোরাপ মন্ডলের ছেলে।
জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার কুঠিপাড়ার মৃত. তোরাপ মন্ডলের ছেলে মিন্টু (৫৫) নামে এক কৃষক ১৩ অক্টোবর নিজের পোষা একটি গরু গ্রামের অন্যান্য লোকদের সাথে কোরবানির ঈদ উপলে ঢাকা গাবতলী পশু হাটে নিয়ে যায় বিক্রির করার জন্য। ঈদের আগের দিন (১৫ অক্টোবর) মিন্টুসহ তার সাথে যাওয়া গ্রামের অন্যদেরও গরু বিক্রি হয়ে গেলে তারা হাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হাটের ভিতর থেকে সবাই বের হয়ে আসলেও মিন্টু নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজা খুঁজি করে না পেয়ে তার সাথে যাওয়া অন্যরা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা জানায় মিন্টুর গরুটি ৯৫ হাজার টাকায় বিক্রি হয়েছিল। টাকাগুলো তার কাছেই ছিল। তাকে খুঁজে না পেয়ে আমরা বাড়ি চলে এসেছি।
ঈদের ২ দিন পর ১৯ অক্টোবর টিভিতে মিন্টুর ছবি দেখে তার পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে তারা মিন্টুকে অচেতন অবস্থায় চিকিৎসা নিতে দেখে। চিকিৎসার এক পর্যায়ে মঙ্গলবার রাতে অচেতন অবস্থায় মিন্টু মারা যায়। বুধবার নিজ গ্রামে নিয়ে তার দাফন সম্পন্ন করেন পরিবারের লোকজন।
