আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বৃহস্পতিবার রাতে এক অভিযান চালিয়ে মহা সড়কে গাছ কেটে ব্যারিকেট দিয়ে ডাকাতি ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার শিবপুর গ্রামের মকলেছার সাখিদারের পুত্র তোফাজ্জল সাখিদার (৩২) ও মৃত জহির উদ্দীনের পুত্র রেজাউল ইসলাম (৪৮)।
গত ২৩ অক্টোবর উজ্জলতা গ্রামের আনোরুল ইসলাম ও মোস্তাক মন্ডল নামের ২ জনকে গ্রেফতার করলেও পুলিশ তাদের স্থানীয় জিম্মা নামায় ছেড়ে দেয় বলে থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান।
উলেখ্য ঃ স¤প্রতি বগুড়া-নওগাঁ মহা সড়কের আদমদীঘির শিবপুর শারীব এগ্রোর নিকট ও দুপচাঁচিয়া উপজেলা এলাকায় কয়েক দফায় রাস্তার গাছ কেটে ফেলে ব্যারিকেট দিয়ে নওগাঁর এমপি সহ বেশ কিছু সংখ্যক যান বাহনে ডাকাতি সংঘটিত হলে থানায় মামলা হয়।
এদিকে গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়ায় তোলপাড় ও জনমনে পুলিশ সম্পর্কে নানা প্রশ্ন উঠেছে।
