হুমায়ু কবির মৃধা সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার বেলকুচিতে সড়ক দূর্ঘটনায় এক মহিলা নিহত হয়। ওই ঘটনায় আহত হয় অন্তত ৫ জন। উপজেলার কামারপাড়া পলী বিদ্যুৎ অফিসের সামনে একটি ভুটভুটি যাত্রীবাহী একটি ভ্যানের উপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী কামারপাড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী রুপবানু বেগম (৪৫) নিহত হয়। এ ঘটনায় ভ্যানে থাকা একই পরিবারের শিশু সহ ৫ জন আহত হয়। গুরুতর অবস্থায় বেলকুচি ও এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জে বাসচাপায় আনসার আলী (৬০) নামে এক ফল ব্যবসায়ি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে ঐ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় বাসচাপায় আহত হলে ঢাকায় নেবার পথে বেলা এগারটার দিকে সে মারা যায়। নিহত আনসার আলী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের ফল ব্যাবসায়ি আনসার আলী প্রতিদিনের মত বৃহস্পতিবারও কড্ডার মোড়ে আসছিল। সকাল সোয়া নয়টার দিকে সে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের জেলা সদরের কড্ডা মোড়ে মহাসড়ক পার হবার সময় ঢাকা থেকে বগুড়াগামী টি আর পরিবনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে বেলা এগারটার দিকে সে মারা যায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
