ads

বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০১৩ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়া ও ডায়রিয়ায় দু’জনের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৪, ২০১৩ ১:৪৯ অপরাহ্ণ

sirajganj_district_map_bangladesh-40_1336হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ‘খাদ্যে বিষক্রিয়ায়’ এক নারীর মৃত্যু হয়েছে। একই কারণে পরিবারের অপর দুজন অসুস্থ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। ২৩ অক্টোবর বুধবার ওই ঘটনা ঘটে।
কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নের বিয়ারা গ্রামের বেলাল হোসেন জানান, বুধবার সকাল ৮টার দিকে তার মা, বাবা ও ছোট ভাই বাড়িতে সবজি দিয়ে ভাত খান। ১০টার দিকে মা বুলবুলি বেগম (৪৫) বমি করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। কিছুক্ষণ পরই বাবা জামাত আলী (৫৩) ও ছোট ভাই ফজলুল হকক (১৮) একইভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে উপস্থিত নিহতের বড় ছেলে বেলাল হোসেনের স্ত্রী এলিজা খাতুন জানান, রাতের রান্না করা তরকারীর মধ্যে হয়ত টিকটিকি প্রসাব করে দিতে পারে। ধারনা করা হচ্ছে ওই প্রসাবযুক্ত খাবার খেয়ে তারা খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ জানান, অসুস্থ পিতাÑপূত্রের চিকিৎসা চলছে। ২৪ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত তারা শঙ্কামুক্ত হবেন না। তারা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানান চিকিৎসক।
অপরদিকে জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি জানান, দুপুর পৌনে ২টার দিকে ডায়রিয়া আক্রান্ত অজ্ঞাত পরিচয় এক নারীকে হাসপাতাল গেট থেকে উদ্ধার করে স্থানীয়রা ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ৩টার দিকে তার মৃত্যু হয়। কে বা কারা তাকে ওখানে রেখে গেছে তা জানা যায়নি বলে জানান তিনি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!