হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৩ অক্টোবর বুধবার বিকালে ওই দূর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের হামলাকোলা গ্রামের ইসমাইল হোসেন এর পুত্র আল আমিন আলী (৭) ও একই গ্রামের টিপু মিয়ার কন্যা সোনালী খাতুন (৬)।
জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে ওই দুই শিশু খেলতে খেলতে বাড়ির পাশের খালের মধ্যে খালে থাকা কচুরী পানার মধ্যে ডুবে যায়। কিছুক্ষন পর এক পথচারী যাওয়ার সময় কচুরী পানা নড়াচড়া করতে দেখে। এ সময় বাড়ির লোকজন তাড়াতাড়ি করে খালের মধ্যে নেমে দেখে শিশু দুটি ডুবে রয়েছে। পরে তাদেরকে খাল থেকে তোলা হলে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।