সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : ‘২০১৩ সন সবার জন্য স্যানিটেশন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার সকাল ১০টায় উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধীদপ্তর এর আয়োজন এবং ব্র্যাক ওয়াস কর্মসূচীর সহযোগীতায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় মাসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এলাকার প্রবীন রাজনীতিবিদ ও প্রবীন ব্যক্তি নওগাঁ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ডা. তাহের উদ্দীন আহম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. ইউসুফ আলী, ব্র্যাক ওয়াস কর্মসূচীর আঞ্চলিক ব্যাবস্থাপক মুকবুল হোসেন সাপাহার ব্র্যাক ওয়াসের ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
