রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাটে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের সওদাগড় পাড়া গ্রামের শাহিদুল ইসলামের একমাত্র পুত্র লোকমান (২) বুধবার সকাল ১০ টায় পরিবারের সকলের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পার্শ্বে পুকুরে পা ফসকে পানিতে পড়ে যায়। খোঁজা-খুজির এক পর্যায়ে পার্শ্বে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখতে পায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।