মো. সুমন মল্লিক, ভান্ডারিয়া (পিরোজপুর) : মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন তার মা। ২৩ অক্টোবর বুধবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, নদমূলা গ্রামের ইউনুস সরদারের বখাটে ছেলে বেলাল (২২) প্রায়ই নেশার টাকার জন্য তার মাকেসহ বিভিন্ন লোকদের গালাগালি করত। উপায়ান্তর না দেখে বাধ্য হয়ে তার মা মনোয়ারা বেগম বুধবার দুপুরে থানা পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ বেলালকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুর রশিদ।
