পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালককে গলা কেটে মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা। ২৩ অক্টোবর বুধবার রাতে পূর্বধলা-কাপাসিয়া সড়কের বহুলী বাজারের পাশে ওই ঘটনা ঘটে। মোটর সাইকেলচালক জাহাঙ্গীঁর (২৮) স্থানীয় ঠিকুরিয়া গ্রামের আবু জাহেরের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, বুধবার রাত ৮টায় উপজেলা সদরের ষ্টেশন বাজার থেকে বহুলী বাজারে যাওয়ার উদ্দেশ্যে অজ্ঞাত দুই যুবক জাহাঙ্গীঁরের ভাড়ায় চালিত মোটর সাইকেলে ওঠে। পরে রাস্তায় ওই যুবকরা জাহাঙ্গীরের গলায় ছুরিকাঘাত করে মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় জাহাঙ্গীরের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মো. বশীর আহমেদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
