নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ হেরোইন সহ জামাল উদ্দীন(২৮) নামে এক জনকে গ্রেফতার করেছে। সে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরতœা গ্রামের আনছার আলীর ছেলে। পুলিশ জানায় ২৪ অক্টোবর ভোরে তাকে তার বাড়ীর সামনে থেকে ১.৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। এসময় তার কয়েকজন সহযোগী পালাতে সম হয়। এ ব্যাপারে এ এস অই রেজাউর রহমান বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করেছে।
