এইচ,এম নাসির উদ্দিন আকাশ : ঝালকাঠি জেলা শহর সংলগ্ন পৌর খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদী আকস্মিক ভাংঙ্গন কবলিত হয়েছে। এই ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মধ্যে চরম আতংঙ্কের সৃষ্টি হয়েছে। ঝালকাঠি পৌরসভা ভাংঙ্গন রোধে তাৎনিক ভাবে কিছু বালুর বস্তা ফেলেছে কিন্তু তাতে ভাংঙ্গনের কার্যকারী কিছুই হচ্ছে না। বরং ভাঙ্গন আরো তীব্র আকার ধারণ করেছে। ১ মাস পূর্বে বিকট শব্দ করে খেয়াঘাট সংলগ্ন নুতন চর এলাকার ৭০-৮০ ফুট জায়গা ডেবে যায়। এবং সেখানে বর্তমানে ৩০-৪০ ফুট গভীরতার সৃষ্টি হয়েছে। এই ভাঙ্গনের ফলে ইতিমধ্যেই রাস্তা ভেঙ্গে যাচ্ছে। ভাংঙ্গন এলাকার জায়গার পাশে চরে কতিপয় পাঁকা স্থাপনা নির্মাণের কারণে এই ঘুর্নিবর্তের সৃষ্টি হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড সনাক্ত করেছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় ঝালকাঠির জেলা প্রশাসক পৌর মেয়র আফজাল হোসেনকে নিয়ে ভাংঙ্গন এলাকা সরজমিন পরিদর্শন করেছেন। এ সময় ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: হারুন অর রশিদ সহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এই ভাঙ্গন রোধে পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয় তরিৎ ব্যবস্থা নিয়ে এই ভাঙ্গন রোধ করা যায় সে বিষয় স্থানীয় জনগনকে আশ্বস্ত করেছেন।
