আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও এক চৌকিদারকে এলোপতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ছাত্রলীগ নেতা আবির হাসান সাহাবুলকে (২৫) পৌর শহরের নিজ বাসা থেকে মটরসাইকেলযোগে বাজারে আসার পথে ফায়ার সার্ভিস এলাকায় সন্ত্রাসীরা তার মটরসাইকেল থামিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পরে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপরদিকে একইদিন সকালে শিলাসী গ্রামের নিজ বাড়িতে প্রবেশ করে সালটিয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার আব্দুল কুদ্দুছকে (৫০) এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা স্বীকার করেন।
