আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় ২৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাকসা এলাকা থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়।
জানা যায়, কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আমীর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকসা এলাকা থেকে ওই ফেনসিডিল উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ১লাখ ১৯ হাজার ২’শ টাকা। তবে ওই সময় কেউ আটক হয়নি।
